Skip to main content

Posts

মৌর্য সম্রাট অশোকের শিলালেখ

           বৌদ্ধকাহিনী ব্যতীত মৌর্য  সম্রাট  অশোকের   জীবনেতিহাস সম্বন্ধে জানা  যায় তাঁর নিজের শিলালেখগুলি থেকে। এই শিলালেখগুলি অশোকের নির্দেশে, বহুলাংশে তাঁর নিজের ভাষায় রচিত হয়ে তাঁর সাম্রাজ্যের সর্বত্র পাথরের উপর উ‌ৎকীর্ণ করা হয়েছিল। যুগে যুগে পুঁথি লেখকেরা পুঁথি নকলের সময়ে তাতে যেসকল পরিবর্তন যোগবিয়োগ ঘটাতেন কিন্তু অশোকের এই শিলালেখগুলি পাথরে উৎকীর্ণ হওয়ায় তাতে সেরূপ কোন পরিবর্তন হতে পারে না, সেগুলি অশোকের যুগে যেমন ছিল আজও সেরূপই আছে। ভারতীয় শিলালেখমালর ইতিহাসে অশোকের শিলালেখসমূহ এক স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। অশোকের লেখাগুলি শিলাখন্ডে , স্তম্ভগাত্রে এবং গিরিগুহায় পাওয়া গেছে। বাংলা  অবিভক্ত অসম , তামিলনাড়ু ও কেরল বাদে ভারতের প্রায় রাজ্যে সম্রাট অশোকের কোনো না কোনো শিলালেখ আবিষ্কৃত হয়েছে। এই শিলা লেখাগুলি সাধারণত প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী হরফে লিখিত। তবে সম্রাট অশোক উপমহাদেশের সীমান্তবর্তী এলাকায় খরোষ্টী লিপি ব্যবহার করেছিলেন বল্খ অঞ্চলের প্রজাগণের সুবিধার জন্য অশোক গ্রিক ভাষা ও গ্রিক লিপিতে কয়েকটি...
Recent posts

The Vedic Literature: an essence of the past

Do you want to know about the glorious past of our country, and yes, by the term 'country' I mean the whole Indian subcontinent, and if you want to know the ancient history of the country then the Vedic literature is must to know.The word Veda derived from the the ancient Sanskrit word “Vid” which means “Knowledge”. It was also believed that the Veda is not created by humans, the knowledge was gifted to us by gods and comprehended by “Rishi” ( The sages), that's why it has also called 'Apourasheya' (not created by humans). But now the question arises, what is the “Veda” and what is “Vedic Literature”? Well the Veda a nd the Vedic literature is divided in two phases or may be in to 2 different time periods. First, the early Vedic period & then comes the later Vedic period. As we all know the whole Vedic literature was written in Sanskrit language and the script for the Sanskrit was “Devanagari”. The language belonged to the Indo-Aryan language family. ...

Pandu Rajar Dhibi: A Missing-link From The Era of Epics

Ever imagined a place called Panduk has a great historicity to its repertoire? Well yes, the site clocks back to Mesolithic-Chalcolithic period & was contemporaneous to the late phase of Harappan civilization (resources can be cross-checked). The site is located at the Ajay valley, Ausgram II block in East Burdwan district. The name “Pandu Rajar Dhibi” is believed to be associated with the king Pandu of the great epic of Mahabharata and the word “Dhibi” allies as a synonym to what we say mound. Reaching Panduk was a task, all credits to our inexperienced shoes. The journey commenced knowing just the name of the place. So we arrived at Bolpur, the nearest junction known to our destination. As per the locals, Panduk can be accessed by bus but we were too late for catching that. Then we decided to start from Bhedia, a station before Bolpur. A local bus led us to Panduk. The landscapes were the feast for our eyes, meandering roads splitting the plough fields, headed towards ...