বৌদ্ধকাহিনী ব্যতীত মৌর্য সম্রাট অশোকের জীবনেতিহাস সম্বন্ধে জানা যায় তাঁর নিজের শিলালেখগুলি থেকে। এই শিলালেখগুলি অশোকের নির্দেশে, বহুলাংশে তাঁর নিজের ভাষায় রচিত হয়ে তাঁর সাম্রাজ্যের সর্বত্র পাথরের উপর উৎকীর্ণ করা হয়েছিল। যুগে যুগে পুঁথি লেখকেরা পুঁথি নকলের সময়ে তাতে যেসকল পরিবর্তন যোগবিয়োগ ঘটাতেন কিন্তু অশোকের এই শিলালেখগুলি পাথরে উৎকীর্ণ হওয়ায় তাতে সেরূপ কোন পরিবর্তন হতে পারে না, সেগুলি অশোকের যুগে যেমন ছিল আজও সেরূপই আছে। ভারতীয় শিলালেখমালর ইতিহাসে অশোকের শিলালেখসমূহ এক স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। অশোকের লেখাগুলি শিলাখন্ডে , স্তম্ভগাত্রে এবং গিরিগুহায় পাওয়া গেছে। বাংলা অবিভক্ত অসম , তামিলনাড়ু ও কেরল বাদে ভারতের প্রায় রাজ্যে সম্রাট অশোকের কোনো না কোনো শিলালেখ আবিষ্কৃত হয়েছে। এই শিলা লেখাগুলি সাধারণত প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী হরফে লিখিত। তবে সম্রাট অশোক উপমহাদেশের সীমান্তবর্তী এলাকায় খরোষ্টী লিপি ব্যবহার করেছিলেন বল্খ অঞ্চলের প্রজাগণের সুবিধার জন্য অশোক গ্রিক ভাষা ও গ্রিক লিপিতে কয়েকটি...
Do you want to know about the glorious past of our country, and yes, by the term 'country' I mean the whole Indian subcontinent, and if you want to know the ancient history of the country then the Vedic literature is must to know.The word Veda derived from the the ancient Sanskrit word “Vid” which means “Knowledge”. It was also believed that the Veda is not created by humans, the knowledge was gifted to us by gods and comprehended by “Rishi” ( The sages), that's why it has also called 'Apourasheya' (not created by humans). But now the question arises, what is the “Veda” and what is “Vedic Literature”? Well the Veda a nd the Vedic literature is divided in two phases or may be in to 2 different time periods. First, the early Vedic period & then comes the later Vedic period. As we all know the whole Vedic literature was written in Sanskrit language and the script for the Sanskrit was “Devanagari”. The language belonged to the Indo-Aryan language family. ...